মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬২৮
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বদ্দুআ না করা
৩৬২৮। হযরত খুযায়মা ইবনে সাবেত (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন অপরাধ করে এবং তাহার উপর এই অপরাধের ‘হদ্' কায়েম করা হয়, তখন উক্ত 'হদ্'ই তাহার অপরাধের কাফ্ফারা (প্রতিশোধ) হইয়া যায়। —শরহে সুন্নাহ্
كتاب الحدود
وَعَنْ خُزَيْمَةَ بْنِ ثَابِتٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَصَابَ ذَنْبًا أُقِيمَ عَلَيْهِ حَدُّ ذَلِكَ الذَّنْبِ فَهُوَ كفارتُه» رَوَاهُ فِي شرح السّنة

হাদীসের ব্যাখ্যা:

ইমাম আবু হানীফা (রঃ) অন্যান্য দলীলাদির আলোকে বলেন, দুনিয়ার দণ্ড তখনই কাফ্ফারা হইবে, যখন ঐ ব্যক্তি উহার পূর্বে বা পরে সেই অপরাধের জন্য আল্লাহ্ পাকের দরবারে তওবা করিয়া থাকে। দণ্ডপ্রাপ্ত মুসলমানের বেলায় সাধারণতঃ এই আশা করা যায় যে, তাহার অপরাধে অনুতপ্ত হইয়া সে নিশ্চয়ই তওবাও করিবে। তাই উক্ত হাদীসে এই প্রেক্ষিতে কাফ্ফারা হওয়ার কথা উল্লেখ করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান