মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬৩২
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সাবধানতা অবলম্বনে শাস্তি প্রদান
৩৬৩২। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যদি কোন ব্যক্তি কোন (মুসলমান) ব্যক্তিকে 'ইহুদী' বলে, তখন তাহাকে বিশবার চাবুক মার। অনুরূপভাবে যদি কাহাকেও 'হিজড়া' বলে, তখনও তাহাকে বিশ দোররা লাগাও । কিন্তু যদি কোন (বদবত) ব্যক্তি তাহার কোন মাহরাম নারীর সাথে যিনা করে, তখন তাহাকে 'কতল' কর। তিরমিযী। এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
كتاب الحدود
وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا قَالَ الرَّجُلُ لِلرَّجُلِ: يَا يَهُودِيُّ فَاضْرِبُوهُ عِشْرِينَ وَإِذَا قَالَ: يَا مُخَنَّثُ فَاضْرِبُوهُ عِشْرِينَ وَمَنْ وَقَعَ عَلَى ذَاتِ مَحْرَمٍ فَاقْتُلُوهُ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيب
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীসের প্রেক্ষিতে ওলামাদের এক জামাআত বলেন, ‘তা'যীর' বিশ চাবুকের বেশী হইতে পারে না। এসম্পর্কে প্রথম পরিচ্ছেদে আলোচনা করা হইয়াছে। কাহাকেও ‘ইহুদী’ বলার মানে দুইটি হইতে পারে; (ক) কাফের, (খ) অপমান ও লাঞ্ছনামূলক উক্তি। হেদায়া কিতাবে উল্লেখ আছে, যদি কেহ কোন মুসলমানকে কাফের, ফাসেক, খবীস (অপবিত্র) বা চোর ইত্যাদি শব্দ দ্বারা সম্বোধন করে, বিশেষতঃ যদি কোন মর্যাদাসম্পন্ন ব্যক্তিকে এই ধরনের কোন শব্দ দ্বারা অপমান করে বা গালি দেয়, তবে তাহাকে তা'যীরস্বরূপ সাজা দেওয়া ওয়াজিব। আর যে লোক মারামের সাথে যিনায় লিপ্ত হয়, ইমাম আহমদ বলেন, তাহাকে এই হাদীস অনুযায়ী কতল করা ওয়াজিব। তবে অন্যান্যদের মতে কতল বলা হইয়াছে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে। তাই এই ধরনের অপরাধে কঠোর শাস্তি দেওয়া উচিত। ক্ষেত্রবিশেষে তাহা কতলও হইতে পারে।