মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৬৭৭
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৩৬৭৭। হযরত আরফাজা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেন: অচিরেই বিভিন্ন ধরনের নূতন নূতন বিশৃঙ্খলা ও কলহ-বিবাদের সৃষ্টি হইবে। সুতরাং যে ব্যক্তি এই উম্মতের (উম্মতে মুহাম্মাদীর) ঐক্য ও সংহতির মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করিতে চায় এবং তাহাদের ঐক্যের মধ্যে ফাটল ধরাইতে চেষ্টা করে, তলোয়ার দ্বারা তোমরা তাহাকে শায়েস্তা কর। চাই সে যে-কেহই হউক না কেন। —মুসলিম
كتاب الإمارة والقضاء
وَعَنْ عَرْفَجَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ سَيَكُونُ هَنَاتٌ وَهَنَاتٌ فَمَنْ أَرَادَ أَنْ يُفَرِّقَ أَمْرَ هَذِهِ الْأُمَّةِ وَهِيَ جَمِيعٌ فَاضْرِبُوهُ بِالسَّيْفِ كَائِنًا مَنْ كانَ» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

هنات বহুবচন, একবচনে هنة ইহার দ্বারা মন্দ আচরণ ও নৈতিকতা বিবর্জিত কাজের প্রতি ইঙ্গিত করা হয়। “যে-কেহই হউক না কেন ?” ইহার মানে হইল, যদিও তোমার দৃষ্টি বা ধারণায় ফাটল সৃষ্টিকারী লোকই ভাল বা উত্তম। তবুও সে হত্যার যোগ্য। কেননা, হাদীসে বর্ণিত আছে, 'ফেতনা হত্যার চাইতেও মারাত্মক।'
tahqiqতাহকীক:তাহকীক চলমান