মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৬৯৭
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৬৯৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই ব্যক্তি দশ জন লোকেরও শাসক হইবে, কিয়ামতের দিন তাহাকে এমন অবস্থায় উপস্থিত করা হইবে যে, তাহার গলায় রশি লাগান হইবে। সেই গলবন্ধন হইতে তাহার ন্যায় ইন্সাফ তাহাকে মুক্ত করিবে অথবা তাহার কৃত যুলম ও নির্যাতন তাহাকে ধ্বংস করিবে।—দারেমী
كتاب الإمارة والقضاء
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ أَمِيرِ عَشرَةٍ إِلا يُؤتى بِهِ يَوْمَ الْقِيَامَةِ مَغْلُولًا حَتَّى يُفَكَّ عَنْهُ الْعَدْلُ أَو يوبقه الْجور» . رَوَاهُ الدَّارمِيّ
হাদীসের ব্যাখ্যা:
মানুষের হক ও অধিকার প্রতিষ্ঠায় যদি সে ন্যায়নীতি ও সততার পরিচয় দেয়, তবে উহার বদৌলতে সে মুক্তি লাভ করিবে। অন্যথায় ধ্বংস অনিবার্য। তাহার শাসন কতজন লোকের উপর ছিল উহাতে কিছু আসে যায় না। কম হউক কিংবা বেশী হউক, প্রশাসনের প্রশ্ন সমান।