মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭১৬
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৭১৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সত্তর সালের গোড়ার যুগ (-এর ফেতনা) হইতে এবং বাচ্চাদের নেতৃত্ব হইতে আল্লাহর কাছে পানাহ্ চাও। উপরে বর্ণিত এই হাদীস ছয়টি ইমাম আহমদ তাঁহার মুসনাদে বর্ণনা করিয়াছেন। আর হযরত মুআবিয়ার বর্ণিত হাদীসটি বায়হাকী দালায়েলে নবুওত গ্রন্থে বর্ণনা করিয়াছেন।
كتاب الإمارة والقضاء
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ رَأْسِ السَّبْعِينَ وَإِمَارَةِ الصِّبْيَانِ» . رَوَى الْأَحَادِيثَ السِّتَّةَ أَحْمَدُ وَرَوَى الْبَيْهَقِيُّ حَدِيثَ مُعَاوِيَةَ فِي «دَلَائِلِ النُّبُوَّة»

হাদীসের ব্যাখ্যা:

সত্তরের হিসাব হিজরী সন হিসাবেও হইতে পারে এবং হুযূর (ﷺ)-এর ওফাত হইতেও হইতে পারে। আর ‘বাচ্চাদের নেতৃত্ব' সম্পর্কে অনেকেরই মতে ইয়াযীদ ইবনে মুআবিয়া ও তাহার পরে মারওয়ানের বংশধরগণ। একবার নবী (ﷺ) স্বপ্নে দেখিয়াছেন যে, উমাইয়া বংশের এই সমস্ত ছোকরা বাচ্চারা মসজিদে নববীর মিম্বরের উপর খেল-তামাশা করিতেছে। আর ইতিহাসের সেই কলংকময় ঘটনা যেমন মক্কার হেরেম শরীফের উপর আক্রমণ তথা হেরেম শরীফের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্ণ করা এবং কারবালার প্রান্তরে হযরত হুসাইন সহ আহলে বায়তের সাথে অমানুষিক আচরণ, সর্বোপরি খোলাফায়ে রাশেদার প্রবর্তিত ইসলামী আইন-কানুন পরিবর্তন এবং গোটা খেলাফতকে (গণতন্ত্রকে) মুলুকিয়াতে (রাজতন্ত্রে) পরিবর্তন করিয়া দেওয়া ইত্যাদি ষাটের পরে এবং সত্তরের আগে আরম্ভ হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান