মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭১৭
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৭১৭। ইয়াহইয়া ইবনে হাশেম হইতে বর্ণিত, তিনি ইউনুস ইবনে আবু ইসহাক হইতে, তিনি তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা যেই চরিত্রের হইবে, অনুরূপ চরিত্রের শাসক তোমাদের উপর নিয়োগ করা হইবে।
كتاب الإمارة والقضاء
وَعَنْ يَحْيَى بْنِ هَاشِمٍ عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَمَا تَكُونُونَ كَذَلِك يُؤمر عَلَيْكُم»
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, তোমরা ভাল, শান্তিপ্রিয় হইলে আল্লাহ্ তোমাদের উপর সেই ধরনের শাসক নিয়োগ করিবেন। আর তোমরা উহার বিপরীত চরিত্রের হইলে শাসকের বেলায়ও তাই হইবে। যেমন, ভারতবর্ষে ‘নাদির শাহ্' -এর অত্যাচারের প্রেক্ষিতে কবি বলিয়াছেন—