মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৩৯
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৩৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি শাসক হইয়া দুনিয়াতে মানুষের মাঝে বিচার তথা শাসনকার্য চালাইয়াছে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় আল্লাহ্র দরবারে উপস্থিত হইবে যে, একজন ফিরিশতা তাহার ঘাড় ধরিয়া রাখিয়াছেন। অতঃপর ফেরেশ্তা (আল্লাহর নির্দেশের অপেক্ষায়) মাথাটি উপরের দিকে তুলিবেন। সুতরাং যদি তাহাকে বলা হয় যে, তাহাকে নীচের দিকে ছাড়িয়া দাও, তখন ফিরিশতা তাহাকে দোযখের তলদেশে নিক্ষেপ করিবেন, যাহার গভীরতা চল্লিশ বৎসরের পথ। —আহমদ ও ইবনে মাজাহ্ । আর বায়হাকী শোআবুল ঈমানে
كتاب الإمارة والقضاء
الْفَصْل الثَّالِث
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ حَاكِمٍ يَحْكُمُ بَيْنَ النَّاسِ إِلَّا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَمَلَكٌ آخِذٌ بِقَفَاهُ ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ إِلَى السَّمَاءِ فَإِنْ قَالَ: أَلْقِهْ أَلْقَاهُ فِي مَهْوَاةٍ أَرْبَعِينَ خَرِيفًا . رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ والْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَان

হাদীসের ব্যাখ্যা:

مهواة অর্থ নিক্ষিপ্ত স্থানের গভীরতা। আর خريف অর্থ যমানা বা বৎসর। এইখানে ‘চল্লিশ' অর্থ নির্দিষ্ট সময় বা মুদ্দত নহে; বরং এই জাতীয় শব্দের দ্বারা অনেক বা প্রচুর পরিমাণ বুঝানো উদ্দেশ্য। আর এই শাস্তি যালেম ও অত্যাচারী শাসকদের জন্যই অবধারিত রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান