মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৪১
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৪১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আবু আওফা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যতক্ষণ পর্যন্ত শাসক তাহার শাসনে (বিচার-আচারে) যুল্ম বা অন্যায় করিবে না, ততক্ষণ নাগাদ আল্লাহর সাহায্য তাহার সঙ্গে বহাল থাকে। কিন্তু সে যখন যুলম বা অন্যায় করিতে লাগে, তখন আল্লাহর সাহায্য তাহার উপর হইতে সরিয়া যায় এবং তদস্থলে শয়তান তাহার সঙ্গী হয়। —তিরমিযী ও ইবনে মাজাহ্ (ইবনে মাজাহর) আরেক রেওয়ায়তে আছে, যখন সে যুলম করে, তখন আল্লাহ্ তা'আলা তাহাকে তাহার নফসের উপর সোপর্দ করিয়া দেন।
كتاب الإمارة والقضاء
وَعَنْ عَبْدُ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ مَعَ الْقَاضِي مَا لَمْ يَجُرْ فَإِذَا جَارَ تَخَلَّى عَنْهُ وَلَزِمَهُ الشَّيْطَانُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَفِي رِوَايَةٍ: «فَإِذَا جارَ وَكله إِلَى نَفسه»