মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৪৪
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা
৩৭৪৪। আর রাযীনের এক রেওয়ায়ত নাফে' হইতে বর্ণিত হইয়াছে যে, হযরত ইবনে ওমর (রাঃ) হযরত ওসমান (রাঃ)-কে বলিলেন, হে আমীরুল মু'মিনীন! আমি দুই ব্যক্তির মধ্যেও বিচার করিব না (বা বিচারক হইব না)। তখন হযরত ওসমান (রাঃ) বলিলেন, কেন? আপনার পিতা তো বিচারকের দায়িত্ব পালন করিয়াছেন। উত্তরে ইবনে ওমর (রাঃ) বলিলেন, অবশ্য আপনার কথা ঠিক। তবে এই সম্পর্কে আমার পিতা যদি কোন সমস্যায় পড়িতেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ)কে জিজ্ঞাসা করিতেন, আর যদি হযরত রাসূলুল্লাহ্ (ﷺ) নিজেই কোন ব্যাপারে সমস্যায় পড়িতেন, তখন হযরত জিবরাঈল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করিতেন। আর এখন আমি সমস্যায় পড়িলে কাহার নিকট জিজ্ঞাসা করিব? আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ যে ব্যক্তি আল্লাহর নামে পানাহ্ চায়, সে বিরাট সত্তার আশ্রয় নিল। আর আমি হুযূর (ﷺ)-কে এই কথা বলিতেও শুনিয়াছি, তিনি বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়া পানাহ্ চায়, তোমরা তাহাকে পানাহ্ দাও। সুতরাং আমি আল্লাহ্র দোহাই দিয়া বলিতেছি যে, আপনি আমাকে কাযী বা বিচারক নিযুক্ত করিবেন না। অতঃপর হযরত ওসমান (রাঃ) ইবনে ওমরকে অব্যাহতি দিলেন এবং বলিলেন, আপনি এই কথাগুলি আর কাহারও নিকট প্রকাশ করিবেন না। (অন্যথায় কোন ব্যক্তিই এই কাজে নিয়োগ হইতে রাযী হইবে না।)
كتاب الإمارة والقضاء
وَفِي رِوَايَةِ رَزِينٍ عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ لِعُثْمَانَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ لَا أَقْضِي بَيْنَ رَجُلَيْنِ: قَالَ: فَإِنَّ أَبَاكَ كَانَ يَقْضِي فَقَالَ: إِنَّ أَبِي لَوْ أُشْكِلَ عَلَيْهِ شَيْءٌ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَوْ أُشْكِلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْءٌ سَأَلَ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ وَإِنِّي لَا أَجِدُ مَنْ أَسْأَلُهُ وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ عَاذَ بِاللَّهِ فَقَدْ عَاذَ بِعَظِيمٍ» . وَسَمِعْتُهُ يَقُولُ: «مَنْ عَاذَ بِاللَّهِ فَأَعِيذُوهُ» . وَإِنِّي أَعُوذُ باللَّهِ أنْ تجعلَني قاضِياً فأعْفاهُ وَقَالَ: لَا تُخبرْ أحدا
tahqiqতাহকীক:তাহকীক চলমান