মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৫০
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা
৩৭৫০। হযরত মুআয (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে ইয়ামান প্রদেশে (গভর্ণর নিযুক্ত করিয়া) পাঠাইলেন। যখন আমি রওয়ানা হইয়া গেলাম তখন তিনি (আমাকে ডাকিয়া আনিবার জন্য) আমার পশ্চাতে একজন লোক পাঠাইলেন। যখন আমি ফিরিয়া আসিলাম, তখন তিনি আমাকে বলিলেনঃ তুমি কি অবগত আছ যে, আমি কেন তোমাকে পুনরায় ডাকাইয়া আনিলাম? আমি তোমাকে এই কথা বলার জন্যই আনাইয়াছি যে, আমার অনুমতি ছাড়া কোন মাল-সম্পদই ভোগ করিবে না। কেননা, এইভাবে ভোগ করা আত্মসাৎ বা খেয়ানত। আর যে ব্যক্তি যাহাকিছু আত্মসাৎ করিবে, কিয়ামতের দিন সে উহা বহন করিয়াই (হাশরের ময়দানে) আসিবে। আমি তোমাকে এই কথাগুলি বলিয়া দেওয়ার জন্যই ডাকিয়াছি। এখন তুমি তোমার কাজে চলিয়া যাও। – তিরমিযী
كتاب الإمارة والقضاء
وَعَن مُعَاذٍ قَالَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ فَلَمَّا سِرْتُ أَرْسَلَ فِي أَثَرِي فَرُدِدْتُ فَقَالَ: «أَتَدْرِي لِمَ بَعَثْتُ إِلَيْكَ؟ لَا تُصِيبَنَّ شَيْئًا بِغَيْرِ إِذْنِي فَإِنَّهُ غُلُولٌ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ لهَذَا دعوتك فَامْضِ لعملك» . رَوَاهُ التِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান