মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৫৫
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা
৩৭৫৫। আর আহমদ এবং বায়হাকী শোআবুল ঈমানে সাওবান হইতে রেওয়ায়ত করিয়াছেন। তন্মধ্যে অতিরিক্ত আছে, الرائش অর্থাৎ, উভয়ের মধ্যে যে সংযোগ স্থাপন করে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাহার উপরও লা'নত করিয়াছেন।
كتاب الإمارة والقضاء
وَرَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ» عَنِ ثَوْبَانَ وَزَادَ: «وَالرَّائِشَ» يَعْنِي الَّذِي يَمْشِي بَيْنَهُمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭৫৫ | মুসলিম বাংলা