মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৬৮
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৬৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একবার নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কওমের উপর কসম করার নির্দেশ দিলেন, তখন তাহারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে সাক্ষ্য দানে আগাইয়া আসিল। (অথচ সকলের কসম লওয়া সম্ভবও নহে এবং প্রয়োজনও নাই।) সুতরাং তিনি তাহাদের মধ্য হইতে কে কসম করিবে সেই ব্যাপারে লটারি করার আদেশ দিলেন। বুখারী
كتاب الإمارة والقضاء
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَ عَلَى قَوْمٍ الْيَمِينَ فَأَسْرَعُوا فَأَمْرَ أَنْ يُسْهَمَ بَيْنَهُمْ فِي اليَمينِ أيُّهُمْ يحْلِفُ. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের বাহ্যিক অর্থে ইহাই বুঝা যায় যে, এক ব্যক্তি কোন এক বড় দল বা জামাআতের উপর কোন জিনিসের দাবী তুলিয়াছিল, আর তাহারা সকলে তাহা অস্বীকার করিয়াছিল। এই দিকে বাদীর কাছে সাক্ষ্য-প্রমাণও ছিল না। তাই হুযূর (ﷺ) তাহাদের উপর কসম আরোপ করিলেন। ফলে তাহারা একে অপরের আগে কসম করার জন্য প্রতিযোগিতা শুরু করিয়াছিল। তাই তিনি লটারির ব্যবস্থা করার নির্দেশ দিলেন।