মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৭৮
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৭৮। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি আমার এই মিম্বরের নিকটে মিথ্যা কসম করিল, যদি উহা সবুজ বর্ণের একখানা মেসওয়াকের জন্যও হয়, (অর্থাৎ, ক্ষুদ্র ও নগণ্য জিনিসের জন্য হয়,) সে ব্যক্তি দোযখের আগুনের মধ্যেই তাহার বাসস্থান নির্ধারণ করিল, অথবা তিনি বলিয়াছেনঃ তাহার জন্য জাহান্নাম ওয়াজিব হইয়া গেল। — মালেক, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الإمارة والقضاء
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَحْلِفُ أَحَدٌ عِنْدَ مِنْبَرِي هَذَا عَلَى يَمِينٍ آثِمَةٍ وَلَوْ عَلَى سِوَاكٍ أَخْضَرَ إِلَّا تَبَوَّأَ مَقْعَدَهُ مِنَ النَّارِ أَوْ وَجَبَتْ لَهُ النَّارُ» . رَوَاهُ مَالِكٌ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

মিথ্যা কসম যে মহা কবীরা গুনাহ্ তাহা তো সুস্পষ্ট, তারপরও ‘এই মিম্বরের পার্শ্বে’ বলার উদ্দেশ্য হইল এই, আরবের লোকদের অভ্যাস ছিল হুযূরের যমানায় মুসলমানেরা মসজিদের মধ্যেই তাহাদের ঝগড়া-বিবাদ পেশ করিত এবং ফয়সালাও সেইখানে হইত। সুতরাং তাহাদের কসমা কসমীও সেই স্থানে সমাধা হইত। আর কোন কোন সময়ের কারণেও কসম কঠোর হয়, যেমন, ‘আসরের পরে কসম করা। অনুরূপভাবে কোন কোন স্থানের দরুনও উহার মধ্যে গুনাহর কঠোরতা হইয়া যায়। অন্য হাদীসে বর্ণিত হইয়াছে, “আমার কবর ও আমার মিম্বরের মধ্যবর্তী স্থানটি হইল জান্নাতের বাগানসমূহের একটি বাগান।” অন্য হাদীসে বর্ণিত হইয়াছে, হুযূর (ﷺ) বলিয়াছেনঃ 'আমার এই মিম্বর হাউযে কাওসারের তীরে অবস্থিত করা হইবে।' কাজেই এই স্থানে শপথ গ্রহণ কঠোরতর বলিয়া গণ্য হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭৭৮ | মুসলিম বাংলা