মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
হাদীস নং: ৩৭৮৪
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকার্য এবং সাক্ষ্যদান
৩৭৮৪। হযরত আওফ ইবনে মালেক (রাঃ) বলেন, একদা নবী (ﷺ) দুই লোকের মধ্যে বিচার করিলেন। যেই লোকটির বিরুদ্ধে রায় দেওয়া হইয়াছে সে চলিয়া যাওয়ার সময় আক্ষেপের সাথে বলিল, 'আমার জন্য আল্লাহ্ই যথেষ্ট, তিনিই উত্তম সাহায্যকারী।' তাহার কথা শুনিয়া নবী (ﷺ) বলিলেনঃ নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা অযোগ্য মূর্খকে নিন্দা করেন। তোমাকে সচেতন ও সজাগ হওয়া উচিত। (অর্থাৎ, তোমার প্রতিপক্ষ সাক্ষ্য-প্রমাণ পেশ করার পূর্বে তোমাকে সম্পূর্ণরূপে সচেতন ও হুঁশিয়ারীর সাথে তাহার মোকাবেলা করিতে হইবে।) ইহার পরও যদি সে জয়ী হইয়া তোমার উপর প্রাধান্য বিস্তার করে, তখন তুমি বল, “হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল।” –আবু দাউদ
كتاب الإمارة والقضاء
وَعَنْ عَوْفِ بْنِ مَالِكٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بَيْنَ رَجُلَيْنِ فَقَالَ الْمَقْضِيُّ عَلَيْهِ لَمَّا أَدْبَرَ: حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ تَعَالَى يَلُومُ عَلَى الْعَجْزِ وَلَكِنْ عَلَيْكَ بِالْكَيْسِ فَإِذَا غَلَبَكَ أَمْرٌ فَقُلْ: حَسْبِيَ اللَّهُ ونِعْمَ الوكيلُ . رَوَاهُ أَبُو دَاوُد