মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৭৯৯
- জিহাদের বিধানাবলী অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৩৭৯৯। হযরত আবু মাসউদ আনসারী (রাঃ) বলেন, একদা এক ব্যক্তি লাগাম সহকারে একটি উষ্ট্রী লইয়া হুযূর (ছাঃ)-এর খেদমতে উপস্থিত হইল এবং বলিল, ইহা আল্লাহর রাস্তায় দান করিলাম। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন ইহার বিনিময়ে তুমি কিয়ামতের দিন লাগামবিশিষ্ট সাত শত উষ্ট্রী লাভ করিবে। —মুসলিম
كتاب الجهاد
وَعَن أبي مَسْعُود الْأنْصَارِيّ قَالَ: جَاءَ رَجُلٌ بِنَاقَةٍ مَخْطُومَةٍ فَقَالَ: هَذِهِ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَكَ بِهَا يَوْمَ الْقِيَامَةِ سَبْعمِائة نَاقَة كلهَا مخطومة» . رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, সাত শত উট সদ্‌কা পরিমাণ সওয়াব পাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৭৯৯ | মুসলিম বাংলা