মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮১৯
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮১৯। হযরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার উম্মতের এক দল লোক সর্বদা হক ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকিয়া জেহাদে রত থাকিবে এবং ঐসমস্ত লোকদের উপর বিজয়ী থাকিবে, যাহারা তাহাদের বিরোধিতা করিবে। অবশেষে তাহাদের সর্বশেষ দল মাসীহে দাজ্জালের সঙ্গে মোকাবেলা করিবে। —আবু দাউদ
كتاب الجهاد
اَلْفَصْلُ الثَّانِىْ
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ عَلَى مَنْ نَاوَأَهُمْ حَتَّى يُقَاتِلَ آخِرُهُمُ الْمَسِيحَ الدَّجَّالَ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এই উম্মতের মধ্যে জেহাদ পরিচালনার সর্বশেষ নেতৃত্ব গ্রহণ করিবেন ইমাম মাহদী ও হযরত ঈসা (আঃ)। হযরত ঈসা (আঃ)-এর নেতৃত্বে লোকেরা দাজ্জালকে দামেশক ও বায়তুল মোকাদ্দাসের সন্নিকটে 'লুদ্' নামক দ্বারপ্রান্তে অবরোধ করিয়া রাখিবে এবং হযরত ঈসা (আঃ) তাহাকে হত্যা করিবেন। তাহাদের মধ্যে ইমাম মাহদীও থাকিবেন। ইহার পর আর জেহাদ বাকী থাকিবে না।