মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮২২
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮২২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা সালাম খুব বিস্তার কর। (অর্থাৎ, চেনা-অচেনা সকলকে সালাম কর।) অভুক্তকে খানা খাওয়াও এবং কাফেরদের মুণ্ডপাত কর (অর্থাৎ, তাহাদের সহিত জেহাদ কর)। ফলে তোমরা বেহেশতের ওয়ারিস হইবে। —তিরমিযী। তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব।
كتاب الجهاد
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَاضْرِبُوا الْهَامَ تُوَرَّثُوا الْجِنَانَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حديثٌ غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৮২২ | মুসলিম বাংলা