মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৩০
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৩০। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর একজন সাহাবী কোন এক গিরিপথ অতিক্রমকালে একটি মিষ্ট পানির ঝর্ণা দেখিতে পাইলেন। উক্ত ঝর্ণাটি তাহাকে খুবই মুগ্ধ করিয়া ফেলিল এবং তিনি আনন্দে আপ্লুত হইয়া বলিয়া ফেলিলেন, কতই না চমৎকার হইত যদি আমি লোকালয় পরিত্যাগ করিয়া এই গিরিপথের পার্শ্বে অবস্থান করিতে পারিতাম। অতঃপর এক সময় তাহার এই আকাঙ্ক্ষার কথাটি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আলোচনা করা হইল। তখন তিনি বলিলেনঃ সাবধান! এইরূপ (কামনা) করিও না। কেননা, তোমাদের কাহারও আল্লাহর পথে অবস্থিতি নিজ গৃহে সত্তর বৎসর নফল নামায পড়ার চেয়ে উত্তম। তোমরা কি এই কথাটি পছন্দ কর না যে, আল্লাহ্ তোমাদিগকে সম্পূর্ণরূপে মাফ করিয়া দেন এবং পরিশেষে তোমাদিগকে জান্নাতে প্রবেশ করান। কাজেই তোমরা আল্লাহর রাস্তায় জেহাদ কর। কেননা, যে ব্যক্তি সামান্য সময়ও আল্লাহর রাস্তায় লড়াই করে, তাহার জন্য বেহেশত অবধারিত হইয়া যায়। —তিরমিযী
كتاب الجهاد
وَعَن أبي هريرةَ قَالَ: مَرَّ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشِعْبٍ فِيهِ عُيَيْنَةٌ مِنْ مَاءٍ عَذْبَةٌ فَأَعْجَبَتْهُ فَقَالَ: لَوِ اعْتَزَلْتُ النَّاسَ فَأَقَمْتُ فِي هَذَا الشِّعْبِ فَذَكَرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَا تَفْعَلْ فَإِنَّ مَقَامَ أَحَدِكُمْ فِي سَبِيلِ الله أفضل من صلَاته سَبْعِينَ عَامًا أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَيُدْخِلَكُمُ الْجَنَّةَ؟ اغْزُوا فِي سَبِيلِ اللَّهِ مَنْ قَاتَلَ فِي سَبِيلِ اللَّهِ فَوَاقَ نَاقَةٍ وَجَبت لَهُ الْجنَّة» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস হইতে ইহাই স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, লোকালয় ত্যাগ করিয়া নফল এবাদতে মশগুল হওয়া উত্তম কাজ নহে। অতএব, “মাগফেরাতেরও আশা করা যায় না।” এই কথাটি বলার কারণ হইল এই যে, সেই সময় জেহাদ করাই ছিল তাহার উপর ওয়াজিব, তাই হুযূর (ﷺ) তাহাকে নিষেধ করিয়াছেন। কেননা, ওয়াজিব পরিত্যাগ করিয়া নফলে লিপ্ত হওয়া গুনাহর কাজ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৮৩০ | মুসলিম বাংলা