মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৪১
- জিহাদের বিধানাবলী অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৮৪১। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ জেহাদ হইতে ফিরিয়া আসা জেহাদের ন্যায়ই। (অর্থাৎ, জেহাদ হইতে প্রত্যাবর্তনের সওয়াব জেহাদে যাওয়ার সমপরিমাণ।) — আবু দাউদ
كتاب الجهاد
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «قَفْلَةٌ كغزوة» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

জেহাদের উদ্দেশ্যে বাড়ী-ঘর হইতে বাহির হওয়ায় যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। জেহাদ হইতে বাড়ী-ঘরে পরিবার-পরিজনদের কাছে প্রত্যাবর্তন করিলেও অনুরূপ সওয়াব পাওয়া যাইবে। কেননা, ফিরিয়া আসা পূর্বে গমনেরই জের। মোটকথা, কোন মুজাহিদের গমন ও প্রত্যাবর্তন উভয়টি সওয়াবের দিক হইতে সমান।
tahqiqতাহকীক:তাহকীক চলমান