মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৫০
- জিহাদের বিধানাবলী অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৮৫০। হযরত ওবাদা ইবনে সামেত (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদ করিতে যাইয়া একখানা রশি পাওয়ারই উদ্দেশ্য রাখিয়াছে, এমতাবস্থায় সে সেইটিই পাইবে যাহা সে নিয়ত করিয়াছে। —নাসায়ী
كتاب الجهاد
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَزَا فِي سَبِيلِ اللَّهِ وَلَمْ يَنْوِ إِلَّا عِقَالًا فَلَهُ مَا نَوَى» . رَوَاهُ النَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

عقال ঐ রশিকে বলা হয়, যাহা দ্বারা উটকে বাধা হয়। এইখানে হাদীসের আসল উদ্দেশ্য হইল, জেহাদের মধ্যে একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে সমুন্নত করারই উদ্দেশ্য থাকিতে হইবে, সামান্য ও ক্ষুদ্র পরিমাণে মাল-সম্পদ প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকিতে পারিবে না। যদি রশির ন্যায় ক্ষুদ্র কোন জিনিস প্রাপ্তিরও আকাঙ্ক্ষা থাকে, তবে উহা জেহাদ হইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান