মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৫৪
- জিহাদের বিধানাবলী অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৮৫৪। হযরত আবু সায়ীদ খুদ্রী (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দুনিয়াতে মু'মিন লোকেরা তিন প্রকারে বিভক্ত। এক প্রকারের মু'মিন তাহারা, যাহারা আল্লাহ্ ও তাহার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে। অতঃপর উহাতে সামান্য পরিমাণও সন্দেহ পোষণ করে না এবং জান ও মাল দ্বারা আল্লাহর রাস্তায় জেহাদ করে। (ইহারা হইল সবচেয়ে উত্তম মু'মিন।) দ্বিতীয় প্রকারের মু'মিন হইল তাহারা, যাহাদের হাত হইতে অন্যান্য মুসলমানের জান ও মাল সার্বিকভাবে নিরাপদ ও হেফাযতে থাকে। আর তৃতীয় প্রকারের মু'মিন হইল সেই ব্যক্তি, যাহার অন্তরে দুনিয়ার লোভ ও মোহ উদিত হইলে মহাপরাক্রমশালী আল্লাহ্ তা'আলার ভয় ও তাঁহার সন্তুষ্টি লাভের আশায় উহা বর্জন করে। —আহমদ
كتاب الجهاد
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيُّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الْمُؤْمِنُونَ فِي الدُّنْيَا عَلَى ثَلَاثَةِ أَجْزَاءٍ: الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِي يأمنه النَّاس على النَّاسُ عَلَى أَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ ثُمَّ الَّذِي إِذَا أَشْرَفَ عَلَى طَمَعٍ تَرَكَهُ لِلَّهِ عَزَّ وَجَلَّ . رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
“ঈমান আনার পর আর কোন প্রকারের সন্দেহ পোষণ করে না”—অর্থ হইল, ঈমানের দাবীতে যেই সমস্ত কাজ করণীয় উহা যথাযথভাবে কার্যকরী করে এবং সেই সমস্ত আদেশ কিংবা নিষেধ কোনটির ব্যতিক্রম করে না। আর ইহাদের চাইতে কিছুটা নিম্নমানের মু'মিন হইল তাহারা, যাহারা সাধারণ মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত নহে এবং তাহাদের দ্বারা মানুষের সার্বিক কল্যাণ না হইলেও কোন প্রকারের ক্ষতিসাধন হয় না। আর তৃতীয় প্রকারের মু'মিন সাধারণ মানুষের সাথে মিলামিশা করে, তাই তাহাদের অন্তরে দুনিয়ার লোভ ও মোহ উদিত হয় ; কিন্তু আল্লাহ্ নিজ মেহেরবানীতে তাহাদিগকে সেই লোভ হইতে হেফাযতে রাখেন।