মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৫৭
- জিহাদের বিধানাবলী অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৮৫৭। হযরত আলী, আবুদ্দারদা, আবু হুরায়রা, আবু উমামা, আব্দুল্লাহ্ ইবনে ওমর, আব্দুল্লাহ্ ইবনে আমর, জাবের ইবনে আব্দুল্লাহ্ ও ইমরান ইবনে হুসায়ন রাযিআল্লাহু আনহুম আজমাঈন হইতে বর্ণিত, তাঁহারা সকলেই বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় (জেহাদে) খরচের জন্য আর্থিক সাহায্য পাঠাইল; কিন্তু নিজে বাড়ীতে রহিয়া গেল, সে ব্যক্তি তাহার প্রেরিত সাহায্যের প্রত্যেক দেরহামের বিনিময়ে সাত শত দেরহামের সওয়াব পাইবে। আর যে ব্যক্তি স্বয়ং জেহাদে অংশ গ্রহণ করে এবং উহাতে মালও ব্যয় করে, সে ব্যক্তি প্রত্যেক দেরহামের বিনিময়ে সাত লাখ দেরহামের সওয়াব পাইবে। অতঃপর তিনি এই আয়াতটি তেলাওয়াত করিলেন— واللَّهُ يُضاعفُ لمنْ يشاءُ অর্থঃ “আর আল্লাহ্ যাহার জন্য ইচ্ছা করেন, অধিক পরিমাণে প্রতিদান দেন।” – ইবনে মাজাহ্
كتاب الجهاد
وَعَنْ عَلِيٍّ وَأَبِي الدَّرْدَاءِ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي أُمَامَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَعَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ كُلُّهُمْ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «مَنْ أَرْسَلَ نَفَقَةً فِي سبيلِ الله وأقامَ فِي بيتِه فلَه بكلِّ دِرْهَمٍ سَبْعُمِائَةِ دِرْهَمٍ وَمَنْ غَزَا بِنَفْسِهِ فِي سَبِيلِ اللَّهِ وَأَنْفَقَ فِي وَجْهِهِ ذَلِكَ فَلَهُ بِكُلِّ دِرْهَمٍ سَبْعُمِائَةِ أَلْفِ دِرْهَمٍ» . ثُمَّ تَلَا هذهِ الآيةَ: (واللَّهُ يُضاعفُ لمنْ يشاءُ)
رَوَاهُ ابنُ مَاجَه
رَوَاهُ ابنُ مَاجَه