মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৬০
- জিহাদের বিধানাবলী অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৩৮৬০। হযরত ইবনে আয়েয (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) এক ব্যক্তির জানাযা পড়িবার উদ্দেশ্যে বাহির হইলেন। যখন জানাযা (সম্মুখে) রাখা হইল, তখন হযরত ওমর ইবনুল খাত্তাব ([রাঃ] প্রতিবাদস্বরূপ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্ ! আপনি এই ব্যক্তির জানাযার নামায পড়াইবেন না। কেননা, লোকটি বদ্কার, পাপী। এই কথা শুনার পর রাসূলুল্লাহ্ (ﷺ) লোকদের দিকে তাকাইয়া বলিলেনঃ তোমাদের কেহ এই লোকটিকে ইসলামের কোন কাজ করিতে দেখিয়াছ কি ? তখন এক ব্যক্তি বলিয়া উঠিল, হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ্। লোকটি এক রাত্রিতে আল্লাহর রাস্তায় পাহারা দিয়াছিল। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) তাহার জানাযার নামায পড়াইলেন এবং নিজের হাতেই তাহার উপর মাটি দিলেন। এই সময় তিনি (উক্ত মৃত ব্যক্তিকে লক্ষ্য করিয়া) বলিলেন, তোমার সঙ্গী-সাথীদের ধারণা যে, তুমি দোযখী। আর আমি সাক্ষ্য দিতেছি যে, তুমি বেহেশতী। অতঃপর তিনি (ওমর [রাঃ]-কে লক্ষ্য করিয়া) বলিলেনঃ হে ওমর! তোমাকে মানুষের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে না; বরং তোমাকে জিজ্ঞাসা করা হইবে, দ্বীন ইসলাম সম্পর্কে। —বায়হাকী শোআবুল ঈমানে
كتاب الجهاد
وَعَن ابْن عائذٍ قَالَ: خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةِ رَجُلٍ فَلَمَّا وُضِعَ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: لَا تُصَلِّ عَلَيْهِ يَا رَسُولَ اللَّهِ فَإِنَّهُ رَجُلٌ فَاجِرٌ فَالْتَفَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى النَّاسِ فَقَالَ: «هَلْ رَآهُ أَحَدٌ مِنْكُمْ عَلَى عَمَلِ الْإِسْلَامِ؟» فَقَالَ رَجُلٌ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ حَرَسَ لَيْلَةً فِي سَبِيلِ اللَّهِ فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَثَا عَلَيْهِ التُّرَابَ وَقَالَ: «أَصْحَابُكَ يَظُنُّونَ أَنَّكَ مِنْ أَهْلِ النَّارِ وَأَنَا أَشْهَدُ أَنَّكَ مِنْ أَهْلِ الْجَنَّةِ» وَقَالَ: «يَا عُمَرُ إِنَّكَ لَا تُسْأَلُ عَنْ أَعْمَالِ النَّاسِ وَلَكِنْ تُسْأَلُ عَنِ الْفِطْرَةِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»
হাদীসের ব্যাখ্যা:
“তোমাকে মানুষের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে না।” মানে হইল, তোমার মত ব্যক্তির আন্দাজ-অনুমানে ধারণার বশীভূত হইয়া কোন সংবাদ বা কথা বলা উচিত নহে। বিশেষতঃ হাদীসে বর্ণিত আছেঃ l اذكروا موتاكم بالخير অর্থঃ “তোমরা তোমাদের মৃত ব্যক্তিদিগকে ভাল গুণে স্মরণ করিও।” আর ইহাও বুঝা গেল যে, ইসলামী আকীদা থাকিলে সে নাজাত পাইবে।