মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৬১
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৬১। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি (মসজিদে নববীর) মিম্বরে দাঁড়াইয়া বলিয়াছেন: তোমরা তোমাদের শত্রুদের (মোকাবিলার জন্য যথাসাধ্য শক্তি অর্জন কর। জানিয়া রাখ, প্রকৃত শক্তি হইল তীর নিক্ষেপ করা, প্রকৃত শক্তি হইল তীর নিক্ষেপ করা, প্রকৃত শক্তি হইল তীর নিক্ষেপ করা। —মুসলিম
كتاب الجهاد
بَابُ إِعْدَادِ اٰلَةِ الْجِهَادِ: الْفَصْل الأول
عَن عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُول: (وَأَعدُّوا لَهُ مَا استطَعْتُمْ منْ قُوَّةٍ)

أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ)

رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

যুদ্ধের যাবতীয় সরঞ্জামকে آلة বা হাতিয়ার বলা হয়। শুধু তরবারি বা ঘোড়া নহে। আল্লাহর কালামে বর্ণিত হইয়াছেঃ

وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ الآية

অর্থাৎ, (হে মু'মিনগণ!) তোমরা তোমাদের শত্রুদের (মোকাবিলার) জন্য যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ কর, শক্তি অর্জন এবং যুদ্ধোপযোগী ঘোড়া ইত্যাদি প্রস্তুত রাখার মাধ্যমে, যদ্বারা তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদিগকে ভীত ও সন্ত্রস্ত রাখিবে।

সেই যুগে যুদ্ধের অন্যান্য হাতিয়ারের তুলনায় তীর ছিল অধিক কার্যকরী। এই কারণে হুযূর (ﷺ) বিশেষভাবে তীরের কথাটি উল্লেখ করিয়াছেন। ইহার অর্থ এই নহে যে, অন্যান্য হাতিয়ারের কোন মূল্য নাই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান