মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৬২
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৬২। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, অচিরেই রোম সাম্রাজ্য তোমাদের জন্য বিজিত হইবে। আল্লাহ্ই তোমাদের সাহায্যের জন্য যথেষ্ট। সুতরাং তোমাদের কেহই যেন তাঁর পরিচালনা শিক্ষা করার মধ্যে অলসতা না করে। – মুসলিম
كتاب الجهاد
وَعَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «سَتُفْتَحُ عَلَيْكُمُ الرُّومُ وَيَكْفِيكُمُ اللَّهُ فَلَا يَعْجِزْ أَحَدُكُمْ أَنْ يَلْهُوَ بِأَسْهُمِهِ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
রোমীয়রা তীর পরিচালনায় ছিল খুব সুদক্ষ। সুতরাং তাহাদিগকে পরাস্ত ও প্রতিহত করিতে হইলে তীর নিক্ষেপে খুব পটু হইতে হইবে। তাই হুযূর (ﷺ) মুসলমানদিগকে তীর নিক্ষেপে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য উৎসাহ প্রদান করিয়াছেন। হুযূর (ﷺ)-এর এই ভবিষ্যদ্বাণী সত্যে প্রমাণিত হইয়াছে। হযরত ওমর ফারূক (রাঃ)-এর খেলাফতকালে রোম সাম্রাজ্যের অধিকাংশ মুসলমানদের দখলে আসিয়া যায়।