মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৬৩
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৬৩। হযরত ওকবা ইবনে আমের (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি তীর পরিচালনা শিখার পর উহা বর্জন করিয়া দেয়,সে আমাদের দলভুক্ত নহে। অথবা বলিয়াছেন, সে নাফরমানী করিল। —মুসলিম
كتاب الجهاد
وَعَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يقولُ: «مَنْ علِمَ الرَّميَ ثمَّ تَرَكَهُ فَلَيْسَ مِنَّا أَوْ قَدْ عَصَى» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
‘সে আমাদের দলভুক্ত নহে'—কথাটি ভীতি প্রদর্শনমূলক ভঙ্গিতে বলা হইয়াছে। তবে উহাকে বর্জন করিলে যে গুনাহ্ ও নাফরমানী হইবে তাহাতে সন্দেহ নাই। কেননা, উহাকে পরিহার করা মানে হইল জেহাদ হইতে অনীহা প্রকাশ করা। অথচ সাধারণ পর্যায়ে জেহাদ ফরয, যদিও সর্বদা সকলের উপর ফরযে আইন নহে।