মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৬৫
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৬৫। হযরত আনাস (রাঃ) বলেন, (ওহুদ যুদ্ধে) হযরত আবু তালহা (রাঃ) নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই ঢালের আড়ালে আত্মরক্ষা করিতেছিলেন। আর আবু তালহা ছিলেন একজন সুদক্ষ তীরন্দাজ। যখন তিনি তীর নিক্ষেপ করিতেন, তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি মারিয়া নিক্ষিপ্ত তীর পতিত হওয়ার জায়গা লক্ষ্য করিতেন। —বুখারী
كتاب الجهاد
وَعَن أنسٍ قَالَ: كَانَ أَبُو طَلْحَةَ يَتَتَرَّسُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتُرْسٍ وَاحِدٍ وَكَانَ أَبُو طَلْحَةَ حَسَنَ الرَّمْيِ فَكَانَ إِذَا رَمَى تَشَرَّفَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَنْظُرُ إِلَى مَوضِع نبله. رَوَاهُ البُخَارِيّ