মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৬৭
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৬৭। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) বর্ণনা করেন, একদা আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি যে, তিনি তাহার হাতের অঙ্গুলী দ্বারা ঘোড়ার কপালের কেশগুলি মোড়াইতেছেন এবং তখন এই কথাটি বলিতেছেন: ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ বাধা রহিয়াছে। অর্থাৎ, (আখেরাতে) পুরস্কার এবং (দুনিয়াতে) মালে গনীমত। — মুসলিম
كتاب الجهاد
وَعَن جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْوِي نَاصِيَةَ فرسٍ بأصبعِه ويقولُ: الْخَيْلُ مَعْقُودٌ بِنَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ: الأجْرُ والغَنيمةُ . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
ناصية অর্থ কপাল হইলেও এইখানে গোটা দেহ বুঝানো হইয়াছে। যেমন, আমরা বলিয়া থাকি, ‘অমুকের কপাল ভালো', অর্থাৎ, লোকটি ভাগ্যবান। সুতরাং ঘোড়ার কপাল বলিয়া ঘোড়াকেই বুঝানো হইয়াছে। আসলে তৎকালে ঘোড়া ছিল যুদ্ধের প্রধান উপকরণ। তাই উহার কথা উল্লেখ করিয়া যুগোপযোগী সমরোপকরণকেই বুঝানো হইয়াছে।