মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৭৪
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৭৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তীরন্দাজী অথবা উট কিংবা ঘোড়দৌড়ের প্রতিযোগিতা ব্যতীত অন্য কোন কিছুরই প্রতিযোগিতা বৈধ নহে। – তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
كتاب الجهاد
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا سَبَقَ إِلَّا فِي نَصْلٍ أَوْ خُفٍّ أَوْ حَافِرٍ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

এখানে পারিতোষিক গ্রহণের মাধ্যমে প্রতিযোগিতা উদ্দেশ্য করা হইয়াছে। শত্রুর সাথে মোকাবিলার উদ্দেশ্যে জেহাদের প্রস্তুতি ও প্রশিক্ষণ এবং মুজাহিদদিগকে উৎসাহ প্রদানের জন্য এই সমস্ত প্রতিযোগিতায় পুরস্কারস্বরূপ মাল-সম্পদ গ্রহণ করা জায়েয। কিন্তু নিজেদের মধ্যে হার-জিতের শর্তে কিছু দেওয়া-লওয়া জুয়ার মধ্যে শামিল এবং উহা হারাম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান