মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৮২
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৮২। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ছিলেন আল্লাহর একজন নির্দেশিত বন্দাহ্। তিনি অন্যান্য লোকদিগকে বাদ দিয়া শুধু আমাদিগকে (আহলে বায়তকে বা বনী হাশেমকে) তিনটি কাজ ব্যতীত বিশেষভাবে অন্য কিছুর নির্দেশ করেন নাই। (আর উক্ত কাজ তিনটি হইলঃ) তিনি আমাদিগকে হুকুম করিয়াছেন, যেন আমরা পরিপূর্ণভাবে ওযূ করি এবং আমরা যেন সদ্‌কা না খাই, আর ঘোড়ার উপর গাধার প্রজনন না করি। —তিরমিযী ও নাসায়ী
كتاب الجهاد
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدًا مَأْمُورًا مَا اخْتَصَّنَا دُونَ النَّاسِ بِشَيْءٍ إِلَّا بِثَلَاثٍ: أَمَرَنَا أَنْ نُسْبِغَ الْوُضُوءَ وَأَنْ لَا نَأْكُلَ الصَّدَقَةَ وَأَنْ لَا نَنْزِيَ حمارا على فرس. رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

সদকা খাওয়া আহলে বায়তের জন্য হারাম এবং ইহা তাঁহাদের বিশেষ বৈশিষ্ট্য— ইহাতে কোন সন্দেহ নাই। কিন্তু গাধা ঘোড়ার প্রজনন করাটা মাকরূহ্, হারাম নহে। আর পরিপূর্ণভাবে ওযূ করা মোস্তাহাব। উহা যদিও সকলের জন্য প্রযোজ্য, তবে আহলে বায়তকে এই সমস্ত জিনিসের ব্যাপারে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য তাকীদ দিয়াছেন মাত্র।
tahqiqতাহকীক:তাহকীক চলমান