মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৮৫
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ
৩৮৮৫। হযরত হুদ ইবনে আব্দুল্লাহ্ ইবনে সা'দ তাহার দাদা মাযীদাহ (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) (মক্কা) বিজয়ের দিন এমন অবস্থায় প্রবেশ করিয়াছেন যে, তাঁহার তলোয়ারের কব্‌জীর মধ্যে সোনা-রুপা মোড়ানো ছিল। —তিরমিযী। আর তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব
كتاب الجهاد
وَعَنْ هُودِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ عَن جدِّهِ مِزيدةَ قَالَ: دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْفَتْحِ وَعَلَى سَيْفِهِ ذَهَبٌ وَفِضَّةٌ. رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب
tahqiqতাহকীক:তাহকীক চলমান