মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৩৮৯৩
- জিহাদের বিধানাবলী অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৮৯৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন একাকী সফরের বিপদ সম্পর্কে আমি যাহা জানি তাহা যদি লোকেরা জানিত, তাহা হইলে কোন আরোহীই (অর্থাৎ, মুসাফির) রাত্রে একাকী সফরে বাহির হইত না। বুখারী
كتاب الجهاد
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي الْوَحْدَةِ مَا أَعْلَمُ مَا سَارَ رَاكِبٌ بِلَيْلٍ وَحْدَهُ» . رَوَاهُ الْبُخَارِيُّ