মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৮৯৯
- জিহাদের বিধানাবলী অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৮৯৯। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন সফর হইল আযাবের একটি অংশ। উহা তোমাদিগকে নিদ্রা এবং পানাহার ইত্যাদি হইতে বাধা দেয়। সুতরাং মুসাফির যখন তাহার সফরের প্রয়োজন পুরা করিয়া ফেলে, তখন অবিলম্বে যেন সে নিজ পরিবার-পরিজনের নিকট ফিরিয়া যায়। মোত্তাঃ
كتاب الجهاد
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ يَمْنَعُ أَحَدَكُمْ نَوْمَهُ وَطَعَامَهُ وَشَرَابه فَإِذا قضى نهمه من وَجهه فليعجل إِلَى أَهله»
tahqiqতাহকীক:তাহকীক চলমান