মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯২০
- জিহাদের বিধানাবলী অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সফরের নিয়ম-শৃঙ্খলা
৩৯২০। হযরত সাহল ইবনে মুআয (রাঃ) তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, একবার আমরা কোন এক জেহাদে নবী (ﷺ)-এর সঙ্গে শরীক ছিলাম। লোকেরা (যাইয়া এক) বিস্তীর্ণ এলাকা জুড়িয়া অবস্থান করিয়া পথঘাট ও চলা ফেরার রাস্তা পর্যন্ত বন্ধ করিয়া ফেলিয়াছিল। অতঃপর নবী (ﷺ) একজন ঘোষণাকারীকে পাঠাইয়া লোকদের মধ্যে এই ঘোষণা করিয়া শুনাইয়া দিলেন যে, যে ব্যক্তি অন্যের জন্য অবস্থান সংকীর্ণ করে কিংবা চলার পথ বন্ধ করে, তাহার কোন জেহাদ নাই। (অর্থাৎ, সে জেহাদের সওয়াব পাইবে না।) — আবু দাউদ.
كتاب الجهاد
وَعَن سهلِ بن مُعاذٍ عَن أبيهِ قَالَ: غَزَوْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَيَّقَ النَّاسُ الْمُنَازِلَ وَقَطَعُوا الطَّرِيقَ فَبَعَثَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنَادِيًا يُنادي فِي النَّاسِ: «أَنَّ مَنْ ضَيَّقَ مَنْزِلًا أَوْ قَطَعَ طَرِيقًا فَلَا جِهَادَ لَهُ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান