মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯২৮
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - কাফির রাষ্ট্রপ্রধানদের নিকট পত্র প্রেরণ ও ইসলামের প্রতি আহবান
৩৯২৮। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসরা, কায়সার, নাজ্জাশী (আবিসিনিয়ার শাসনকর্তা) এবং অন্যান্য সমস্ত যালিম রাজাদের নামে পত্র প্রেরণ করিয়া তাহাদিগকে আল্লাহর (দ্বীনে ইসলামের) দিকে আহ্বান করেন। আর এই নাজ্জাশী সেই ব্যক্তি নহে, যাহার মৃত্যুতে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাযার নামায আদায় করিয়াছিলেন। —মুসলিম
كتاب الجهاد
وَعَنْ أَنَسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَى كِسْرَى وَإِلَى قَيْصَرَ وَإِلَى النَّجَاشِيِّ وَإِلَى كُلِّ جَبَّارٍ يَدْعُوهُمْ إِلَى اللَّهِ وَلَيْسَ بِالنَّجَاشِيِّ الَّذِي صَلَّى عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ مُسْلِمٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান