মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৩২
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৩. প্রথম অনুচ্ছেদ - কাফির রাষ্ট্রপ্রধানদের নিকট পত্র প্রেরণ ও ইসলামের প্রতি আহবান
৩৯৩২। হযরত নোমান ইবনে মুকাররিন ( রাঃ) বলেন, আমি অনেক যুদ্ধে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক ছিলাম। হুযূর (ছাঃ)-এর নিয়ম ছিল, যদি তিনি কোন সময় দিনের প্রথম ভাগে যুদ্ধ শুরু না করিতেন, তবে স্নিগ্ধ বায়ু প্রবাহিত হওয়া পর্যন্ত এবং নামাযের ওয়াক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করিতেন। -বুখারী
كتاب الجهاد
وَعَن النُّعْمَانِ بْنِ مُقَرِّنٍ قَالَ: شَهِدْتُ الْقِتَالَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ إِذَا لَمْ يُقَاتِلْ أَوَّلَ النَّهَارِ انْتَظَرَ حَتَّى تهب الْأَرْوَاح وتحضر الصَّلَاة. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, পূর্বাহ্নে লড়াই শুরু করিতে না পারিলে অপরাহ্নে যোহরের পর শুরু করিতেন। প্রথমত, নামাযের সময় হইল আল্লাহর রহমত নাযিল হওয়ার সময়। দ্বিতীয়ত, দ্বিপ্রহরের পর প্রবাহিত স্নিগ্ধ বায়ু মনোবল দৃঢ় করিতে সহায়ক হয়। এই সমস্ত কারণে হুযূর (ﷺ) যুদ্ধকে সেই সময় পর্যন্ত পিছাইয়া নিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান