মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৩৫
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - কাফির রাষ্ট্রপ্রধানদের নিকট পত্র প্রেরণ ও ইসলামের প্রতি আহবান
৩৯৩৫। হযরত ইছামুল মুযানী (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে একটি সৈন্যদলে প্রেরণ করিলেন এবং (যাইবার সময়) এই উপদেশ দিলেন, যখন তোমরা মসজিদ দেখিতে পাও কিংবা মুয়াযযিনের আযান শুন, তখন কাহাকেও হত্যা করিও না। (অর্থাৎ, সেখানে লড়াই করিও না।) — তিরমিযী ও আবু দাউদ
كتاب الجهاد
وَعَن عصامٍ المزنيِّ قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَرِيَّةٍ فَقَالَ: «إِذَا رَأَيْتُمْ مَسْجِدًا أَوْ سَمِعْتُمْ مُؤَذِّنًا فَلَا تَقْتُلُوا أَحَدًا» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান