মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৭১
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - যুদ্ধবন্দীদের বিধিমালা
৩৯৭১। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বদরের যুদ্ধে যখন কুরাইশদিগকে বন্দী করিলেন, তখন ওকবা ইবনে আবু মুআয়ত ও নযর ইবনে হারেসকে কতল করিলেন। আর আবু আযযাতুল জুমাহীকে মুক্তিপণ ব্যতীত এমনিই ছাড়িয়া দিলেন। —— শরহে সুন্নাহ্
كتاب الجهاد
وَعَنْهَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا أَسَرَ أَهْلَ بَدْرٍ قَتَلَ عُقْبَةَ بْنَ أَبِي مُعَيْطٍ وَالنَّضْرَ بْنَ الْحَارِثِ وَمَنَّ عَلَى أَبِي عَزَّةَ الْجُمَحِيِّ. رَوَاهُ فِي شَرْحِ السّنة وَالشَّافِعِيّ وَابْن إِسْحَاق فِي «السِّيرَة»
tahqiqতাহকীক:তাহকীক চলমান