মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৩৯৭৯
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নিরাপত্তা (আশ্রয়) প্রদান
৩৯৭৯। হযরত আমর ইবনে হামেক (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ যে কেহ কোন ব্যক্তিকে নিরাপত্তা দান করিয়া পরে তাহাকে হত্যা করে, কিয়ামতের দিন উক্ত আশ্রয় প্রদানকারীকে বিশ্বাসঘাতকতার ঝাণ্ডা দেওয়া হইবে। —শরহে সুন্নাহ্
كتاب الجهاد
وَعَنْ عَمْرِو بْنِ الْحَمِقِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «من أَمَّنَ رَجُلًا عَلَى نَفْسِهِ فَقَتَلَهُ أُعْطِيَ لِوَاءَ الْغَدْرِ يَوْمَ الْقَيَامَةِ» . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, বিশ্বাসঘাতকতার ঝাণ্ডা প্রদানের মাধ্যমে তাহাকে সকল হাশরবাসীর সম্মুখে অপমানিত ও লাঞ্ছিত করা হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান