মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০০২
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০০২। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আজ অর্থাৎ, হোনায়নের লড়াইয়ের দিন ঘোষণা করিয়াছেন, যে কেহ কোন কাফেরকে হত্যা করিবে, সে নিহত ব্যক্তির পরিত্যক্ত সমস্ত মাল পাইবে। (বর্ণনাকারী বলেন,) হযরত আবু তালহা (রাঃ) সেই দিন একাই বিশজন কাফেরকে হত্যা করিয়াছেন এবং তাহাদের সকলের মাল-সম্পদ লাভ করিয়াছেন। —দারেমী
كتاب الجهاد
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى الله عَلَيْهِ وَسلم: يَوْمئِذٍ يَوْمَ حُنَيْنٍ: «مَنْ قَتَلَ كَافِرًا فَلَهُ سَلَبُهُ» فَقَتَلَ أَبُو طَلْحَةَ يَوْمَئِذٍ عِشْرِينَ رَجُلًا وَأَخَذَ أسلابهم. رَوَاهُ الدَّارمِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান