মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০১৯
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০১৯। হযরত রোয়াইফা ইবনে সাবেত (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি আল্লাহ্ ও আখেরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মুসলমানদের গনীমতের জানোয়ারের উপর আরোহণ না করে, এমন কি একেবারে দুর্বল ও অচল করার পর উহা ফেরত দেয়। আর যে ব্যক্তি আল্লাহ্ এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মুসলমানদের গনীমতের মাল হইতে কোন পোশাক পরিধান না করে, এমন কি একেবারে পুরাতন করিয়া উহা গনীমতে ফেরত দেয়। – আবু দাউদ
كتاب الجهاد
وَعَن رويفع بْنِ ثَابِتٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَرْكَبْ دَابَّةً مِنْ فَيْءِ الْمُسْلِمِينَ حَتَّى إِذَا أَعْجَفَهَا رَدَّهَا فِيهِ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يَلْبَسْ ثَوْبًا مِنْ فَيْءِ الْمُسلمين حَتَّى إِذا أخلقه ردهَا فِيهِ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪০১৯ | মুসলিম বাংলা