মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২০- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং: ৪০২৩
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - গনীমাতের সম্পদ বণ্টন এবং তা আত্মসাৎ করা
৪০২৩। হযরত উবাদাহ্ ইবনে ছামেত (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিতেনঃ গনীমতের সূতা এবং সূঁচও জমা দিয়া দাও। সাবধান! গনীমতের মাল আত্মসাৎ করা হইতে বাঁচিয়া থাক। কেননা, আত্মসাৎ কিয়ামতের দিন তাহার জন্য চরমভাবে অপমানের কারণ হইবে। —দারেমী।
كتاب الجهاد
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «أَدُّوا الْخِيَاطَ وَالْمِخْيَطَ وَإِيَّاكُمْ وَالْغُلُولَ فَإِنَّهُ عَارٌ عَلَى أَهْلِهِ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ الدَّارِمِيُّ