মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৪৬
- জিহাদের বিধানাবলী অধ্যায়
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - সন্ধি স্থাপন
৪০৪৬। হযরত মিসওয়ার ও মারওয়ান (রাঃ) হইতে বর্ণিত যে, তাহারা (অর্থাৎ, কুরাইশরা) মুসলমানদের সাথে (হোদাইবিয়া নামক স্থানে) দশ বৎসরের জন্য যুদ্ধ স্থগিত রাখিবার নিমিত্তে সন্ধিপত্র সম্পাদন করিয়াছিল, যেন সর্বসাধারণ লোকজন এই সময় নিরাপদে থাকিতে পারে। উহার মধ্যে ইহারও উল্লেখ ছিল— যেমন আমাদের পরস্পরের অন্তর পরিষ্কার থাকিবে এবং পরস্পরের মধ্যে চুরি বা বিশ্বাসঘাতকতার আশ্রয় নিবে না। –আবু দাউদ
كتاب الجهاد
الْفَصْل الثَّانِي
عَن المِسْوَرِ وَمَرْوَانَ: أَنَّهُمُ اصْطَلَحُوا عَلَى وَضْعِ الْحَرْبِ عَشْرَ سِنِينَ يَأْمَنُ فِيهَا النَّاسُ وَعَلَى أَنَّ بَيْنَنَا عَيْبَةً مَكْفُوفَةً وَأَنَّهُ لَا إِسْلَالَ وَلَا إِغْلَالَ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান