মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২০- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং: ৪০৫৭
- জিহাদের বিধানাবলী অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - ফাই (বিনাযুদ্ধে প্রাপ্ত শত্রুদের সম্পদ)-এর বর্ণনা
৪০৫৭। হযরত আওফ ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত যে, যখনই রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে ফায় (-এর সম্পদ) আসিত, তখন তিনি বিলম্ব না করিয়া সেই দিনই উহা বণ্টন করিয়া দিতেন। (অবশ্য বণ্টনের মধ্যে এই নীতি অবলম্বন করিতেন যে,) যাহার পরিবার আছে তাহাকে দুই ভাগ, আর যে অবিবাহিত তাহাকে এক ভাগ দিতেন। একবার আমাকে ডাকা হইল এবং আমাকে দিলেন দুই ভাগ। কেননা, আমার পরিবার ছিল। অতঃপর আমার পরে আম্মার ইবনে ইয়াসিরকে ডাকা হইল, তাহাকে দেওয়া হইল এক ভাগ। (কেননা, তিনি ছিলেন অবিবাহিত।) — আবু দাউদ
كتاب الجهاد
الْفَصْل الثَّانِي
عَن عوفِ بْنِ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَتَاهُ الْفَيْءُ قَسَمَهُ فِي يَوْمِهِ فَأَعْطَى الْآهِلَ حَظَّيْنِ وَأَعْطَى الْأَعْزَبَ حَظًّا فَدُعِيتُ فَأَعْطَانِي حَظَّيْنِ وَكَانَ لِي أَهْلٌ ثُمَّ دُعِيَ بَعْدِي عَمَّارُ بْنُ يَاسِرٍ فَأُعْطِيَ حَظًّا وَاحِدًا. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ফায়-এর সম্পদের উপর কাহারও কোন নির্ধারিত হক নাই। প্রয়োজন এবং ব্যক্তি মর্যাদার প্রেক্ষিতে ইমাম নিজ বিবেচনায় কমবেশী করিয়া বণ্টন করিতে পারেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান