মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৬৫
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
প্রথম অনুচ্ছেদ
৪০৬৫। হযরত আদী ইবনে হাতেম (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আরয করিলাম ইয়া রাসূলাল্লাহ্। আমরা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলি (শিকারের প্রতি) ছাড়িয়া থাকি। (সুতরাং এই ব্যাপারে কি হুকুম ?) তিনি বলিলেন: যদি কুকুরগুলি শিকার ধরিয়া তোমার জন্য রাখিয়া দেয়, তবে তাহা খাইতে পার। আমি জিজ্ঞাসা করিলাম, যদি তাহারা শিকারকে মারিয়া ফেলে তবুও? তিনি বলিলেন, যদিও তাহারা মারিয়া ফেলে। আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম, আমরা তো (কখনও কখনও) তীর-বর্শার ফলক নিক্ষেপ (করিয়াও শিকার) করি। (উহার হুকুম কি)? তিনি বলিলেন, যাহা উহার ধারে ক্ষত করে সেইটা খাও। আর যাহা তীরের চোট লাগিয়া মরিয়া যায় উহা খাইবে না। কেননা, উহা প্রহারে মৃত। — মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَنْهُ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُرْسِلُ الْكِلَابَ الْمُعَلَّمَةَ قَالَ: «كُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ» قُلْتُ: وَإِنْ قَتَلْنَ؟ قَالَ: «وَإِنْ قَتَلْنَ» قُلْتُ: إِنَّا نَرْمِي بِالْمِعْرَاضِ. قَالَ: «كُلُّ مَا خزق وَمَا أصَاب بعرضه فَقتله فَإِنَّهُ وقيذ فَلَا تَأْكُل»

হাদীসের ব্যাখ্যা:

كلب معلم বা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। (ক) কোন শিকারের প্রতি ছাড়িয়া দিলে অমনিই আক্রমণ করে। (খ) ছুটার পথে থামিতে বলিলে অমনিই থামিয়া যায়। (গ) শিকার ধরিয়া নিজে উহার কিছুই খায় না। এইভাবে তিনবার পরীক্ষা করার পর উল্লেখিত শর্তগুলি পাওয়া গেলে সেই কুকুরকে মুআল্লাম বা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বলা হয়। উহার ধৃত শিকার খাওয়া হালাল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান