মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪০৭১
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
প্রথম অনুচ্ছেদ
৪০৭১। হযরত রাফে' ইবনে খাদীজ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্। আগামী কাল আমরা শত্রুর মোকাবিলা করিব। অথচ আমাদের সাথে কোন ছুরি নাই। এমতাবস্থায় আমরা কি বাশের ছিলকা দ্বারা যবাহ্ করিতে পারিব? তিনি বলিলেন: যেই জিনিস রক্ত প্রবাহিত করে এবং যাহাতে আল্লাহর নাম লওয়া হইয়াছে, উহা খাইতে পার। তবে দাঁত ও নখ দ্বারা যবাহ্ করিবে না। এতদসম্পর্কে আমি তোমাকে অবহিত করিতেছি। বস্তুত দাঁত হইল হাড়বিশেষ (উহাতে ধার নাই), আর নখ হইল হাবশীদের ছুরি (অর্থাৎ, তাহারা নখ দ্বারা যবাহ্ করে)। (বর্ণনাকারী বলেন, এক সময় গনীমতের মালে কিছু সংখ্যক উট ও বকরী আমাদের হাতে আসে এবং উহা হইতে একটি উট পালাইয়া যায়। অমনি এক ব্যক্তি উহার প্রতি তীর ছুঁড়িল, ফলে উহাকে আটক করিয়া ফেলিল। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই সমস্ত উটগুলির মধ্যেও পলায়মান বন্য পশুর মত পলায়মান পশু রহিয়াছে, সুতরাং যখন ইহাদের কোন একটি তোমাদের কাবুর বাহিরে চলিয়া যায়, তখন উহার সাথে এইরূপ আচরণই করিবে। মোত্তাঃ
كتاب الصيد والذبائح
وَعَن رَافع بن خديج قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَاقُوا الْعَدُوَّ غَدًا وَلَيْسَتْ مَعَنَا مُدًى أَفَنَذْبَحُ بِالْقَصَبِ؟ قَالَ: مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ وَسَأُحَدِّثُكَ عَنْهُ: أَمَّا السِّنُّ فَعَظْمٌ وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشِ وَأَصَبْنَا نَهْبَ إِبِلٍ وَغَنَمٍ فَنَدَّ مِنْهَا بِعِيرٌ فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِهَذِهِ الْإِبِلِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَإِذَا غَلَبَكُمْ مِنْهَا شَيْءٌ فَافْعَلُوا بِهِ هَكَذَا»
হাদীসের ব্যাখ্যা:
আলোচ্য হাদীসে জরুরী ভিত্তিতে যবাহ্ করার প্রতি ইংগিত করা হইয়াছে। মোটকথা, যবাহ্ করার অস্ত্র ধারালো হইতে হইবে, যাহাতে রক্ত প্রবাহিত হয়। কোন ভারী জিনিস দ্বারা যবাহ্ করিলে উহাতে থেঁতলাইয়া যায়। সুতরাং সেই জানোয়ার খাওয়া জায়েয নাই।