মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৭৭
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
প্রথম অনুচ্ছেদ
৪০৭৭। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্, ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ( কোন পশুর) মুখমণ্ডলে আঘাত করিতে এবং চেহারায় দাগ দিতে নিষেধ করিয়াছেন। -মুসলিম
كتاب الصيد والذبائح
وَعَنْ جَابِرٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الضَّرْبِ فِي الْوَجْهِ وَعَنِ الْوَسْمِ فِي الْوَجْه. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

পশুর মুখমণ্ডলে দাগ দিলে আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটে। এমন ব্যক্তির উপর আল্লাহ্ পাক লা'নত করেন, কাজেই ইহা করা হারাম। গরু ও উট ইত্যাদির মধ্যে পার্থক্য বা চিহ্ন রাখার প্রয়োজনে চেহারা ব্যতীত অন্য স্থানে দাগ দেওয়া জায়েয আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান