মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪০৮৩
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৮৩। হযরত আদী ইবনে হাতেম (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যেই কুকুর অথবা বাজ (পাখী)-কে শিকার ধরিবার জন্য তুমি শিক্ষা প্রদান করিয়াছ, অতঃপর (শিকার ধরিবার জন্য) তুমি উহাকে বিস্মিল্লাহ্ বলিয়া ছাড়িয়া দিয়াছ যদি সে শিকারটিকে তোমার জন্য ধরিয়া রাখে (নিজে উহার কিছুই না খায়), তখন তুমি উহা খাইতে পার। (বর্ণনাকারী বলেন,) আমি জিজ্ঞাসা করিলাম, যদি সে শিকারটি মারিয়া ফেলে (তবুও কি উহা খাইতে পারিব ? তিনি বলিলেন, যখন সে শিকারটিকে মারিয়া ফেলিয়াছে এবং উহার কিছুই খায় নাই (তখন তুমি উহা খাইতে পার)। কেননা, (তাহার আচরণ হইতে বুঝা যাইতেছে যে,) সে উহা তোমার জন্যই ধরিয়াছে। –আবু দাউদ
كتاب الصيد والذبائح
وَعَن عدي بن حَاتِم أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا عَلَّمْتَ مِنْ كَلْبٍ أَوْ بَازٍ ثُمَّ أَرْسَلْتَهُ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَكُلْ مِمَّا أَمْسَكَ عَلَيْكَ» . قُلْتُ: وَإِنْ قَتَلَ؟ قَالَ: «إِذَا قَتَلَهُ وَلَمْ يَأْكُلْ مِنْهُ شَيْئًا فَإِنَّمَا أَمْسَكَهُ عَلَيْكَ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
কুকুর ও পাখী ইত্যাদি প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার শর্ত এক ও অভিন্ন। ইহাই জমহুর ওলামাদের অভিমত।