মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান

হাদীস নং: ৪০৮৫
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
দ্বিতীয় অনুচ্ছেদ
৪০৮৫। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমাদিগকে মজুসীর কুকুরের শিকারকৃত জানোয়ার খাইতে নিষেধ করা হইয়াছে। – তিরমিযী
كتاب الصيد والذبائح
وَعَن جابرٍ قَالَ: نُهِينَا عَنْ صَيْدِ كَلْبِ الْمَجُوسِ. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

কাফের তথা যাহার যবাহ্ করা হালাল নহে, তাহার প্রেরিত শিকারী জানোয়ারের দ্বারা মৃত শিকার খাওয়াও হালাল নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান