মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২১- শিকার ও জবাইয়ের পশুর বিধান
হাদীস নং: ৪০৯৭
- শিকার ও জবাইয়ের পশুর বিধান
তৃতীয় অনুচ্ছেদ
৪০৯৭। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সামুদ্রিক প্রাণী (যেইগুলি খাওয়া হালাল), সেইগুলিকে আল্লাহ্ তা'আলা আদম-সন্তানের জন্য যবাহ করিয়াছেন। —দারা কুতনী
كتاب الصيد والذبائح
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «مَا من دَابَّة إِلَّا وَقَدْ ذَكَّاهَا اللَّهُ لِبَنِي آدَمَ» . رَوَاهُ الدَّارَقُطْنِيّ
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, সামুদ্রিক হালাল প্রাণী, যেমন মাছ, যবাহ্ ব্যতীতই উহা খাওয়া হালাল। মাছ ছাড়া সামুদ্রিক কোন প্রাণীই হানাফী মাযহাব মতে খাওয়া জায়েয নাই।